মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে সিবিও এ্যালায়েন্সের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সমৃদ্ধি সেন্টারে এবং বুড়িগোয়লিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক সিবিও এ্যালায়েন্সের সভা অনুষ্ঠিত হয়।
এসময় আটুলিয়া ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন সিবিও এ্যালায়েন্সের সভাপতি সেহেলী পারভীন ঝরনা এবং বুড়িগোয়লিনী ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন রেনুকা মন্ডল। সভায় দুই ইউনিয়নের সিবিও এ্যালায়েন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় এসডিজি,ওয়াশ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সিবিও রেজিস্ট্রেশন জলবায়ু সহনশীল কৃষি, মাছ ও হাঁস চাষ, যুবক যুবতীদের প্রশিক্ষণ, ডিস্যালাইনেশন প¬ান্ট, হাইজিন সেন্টার, স্যানিটেশন সেন্টার, সিবিও সঞ্চয়, ফুড ব্যাংক, সমন্বিত কৃষি, সিবিও এ্যালায়েন্সের বার্ষিক পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয় । সভায় সুশীলন রি-কল ২০২১এর পক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর দিবাকর ঘোষ, শহীদুল ইসলাম। আলোচনা শেষে উপস্থিত সকলকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদানের মাধ্যমে সভাপতি মিটিং সমাপ্ত করেন।
The post শ্যামনগরে সিবিও এ্যালায়েন্সের সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2JkANk0
No comments:
Post a Comment