Monday, November 30, 2020

মাদক সেবনে ধরা পড়ে চাকরি হারালো ৮ পুলিশ https://ift.tt/eA8V8J

 

কুষ্টিয়ায় ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন এসআই, দুইজন এএসআই, বাকিরা কনস্টেবল। একই সঙ্গে এক সার্জেন্টসহ দুইজনের বিষয়ে তদন্ত চলছে।
জানা গেছে, দায়িত্ব নেয়ার পরই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন কুষ্টিয়ার এসপি এসএম তানভীর আরাফাত। মাদকসেবী, ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের খুঁজে বের করার নির্দেশনা দেন। এরপরই শীর্ষ মাদক ব্যবসায়ীদের আটক করার পাশাপাশি পুলিশ সদস্যদের ডোপ টেস্টের উদ্যোগ নেন তিনি।

এসপি এসএম তানভীর আরাফাত জানান, এখন পর্যন্ত কুষ্টিয়ায় কর্মরত ১১ পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। এর মধ্যে দুইজন এসআই, দুইজন এএসআইসহ ৯ জনের মাদক সেবনের বিষয়টি ধরা পড়েছে। এছাড়া এক এসআই ও এক সার্জেন্টের বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরো জানান, মাদক সেবনকারী এসব পুলিশ সদস্য বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত ছিলেন। মাদক সেবনের বিষয়টি ধরা পড়ার পর তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়। এরপরও তদন্তে প্রমাণিত হওয়ায় আটজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

The post মাদক সেবনে ধরা পড়ে চাকরি হারালো ৮ পুলিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37l24v9

No comments:

Post a Comment