Friday, November 27, 2020

কলারোয়ায র‌্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মহিলা আটক https://ift.tt/eA8V8J

কলারোয়ায র‌্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মোছাঃ তানজিলা খাতুন (৩০)। তিনি কলারোয়ার ঝিকরা গ্রামের আমিনুর রহমান রিংকুর স্ত্রী।

র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১টা ৫ মিনিটের সময় তারই নেতৃত্বে কলারোয়ার ঝিকরা (উওর) গ্রামস্থ রাজু মেম্বারের বাড়ির (বড় বাড়ি) সামনে ইটের সলিং এর রাস্তার উপর অভিযান চালান। এসময় উক্ত মহিলাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করাতে সক্ষম হন। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

পত্রদূত ডেস্ক:

The post কলারোয়ায র‌্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মহিলা আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lcj4Zx

No comments:

Post a Comment