কেশবপুব (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে রোববার হাজারও দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আবহমান গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী হাডুডু খেলা রাত্রিকালিন অনুষ্ঠিত হয়েছে। করোকালিন সময়ও এই খেলায় দর্শকদের উপচে পড়া ভীড় উপজেলাব্যাপী একটি উৎসবের আমেজ সৃষ্টি করেছে।
উপজেলার কুশলদিয়া ঈদগাহ সংলগ্ন মাঠে এলাকার যুবসংঘের উদ্যোগে বঙ্গবন্ধু ৮ দলীয় হাডুডু খেলায় কেশবপুর উপজেলার বাগদহা, পাত্রপাড়া, মির্জাপুর, মণিরামপুর উপজেলার হায়াতপুর, ত্রিপুরাপুর, পারখাজুরা, ডুমুরিয়া উপজেলার চুকনগর ও মাগুরাঘোনা দল অংশগ্রহণ করে। চুকনগর থেকে খেলা দেখতে আসা মাসুদুর রহমান, ফিরোজ আহমেদ, মণিরামপুরের জয়নাল মিয়া, রাসেল হোসেনসহ দর্শকদের সাথে কথা হলে তারা জানাগেছে, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহি খেলা দেখতে সকাল বেলায় তারা হাজির হয়েছে। কখনও দাঁড়িয়ে আবার কখনও বা বসে তারা এ খেলা আনন্দের সাথে উপভোগ করছেন। এছাড়া করতালি দিয়ে তাদের পছন্দের দলের খেলোয়াড়দেরকেও উৎসাহিত করেছেন। হাডুডু খেলা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক আব্দুল হালিমের সঞ্চলনায় খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরো।
The post কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3miJXwa
No comments:
Post a Comment