সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে ইটাগাছা বটতলা মোড় হতে বায়তুল হুদা জামে মসজিদ পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় পৌরসভার ৭নং ওয়ার্ডে বায়তুল হুদা জামে মসজিদ এলাকায় আলহাজ¦ আব্দুর রহিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, এ্যাড. আব্দুল মতিন, ওমর আলী, আব্দুল জলিল, আব্দুল হান্নান, আবুল কালাম, রবিউল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠান’র প্রতিনিধি জুলফিকার আলী ভূট্ট, শান্ত, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলু ঢালী প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার রাজস্ব তহবিল’র অর্থায়ণে ৭নং ওয়ার্ডে ইটাগাছা বটতলা মোড় হতে বায়তুল হুদা জামে মসজিদ পর্যন্ত ১৯৮ মিটার রাস্তা ৭ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। বর্ষা মৌসুমে এ সড়কটি জলাবদ্ধ থাকে। সেকারণে এলাকাবাসী ও পথচারীদের চলাচলে ভোগান্তী পোহাতে হতো।
দীর্ঘদিন পর এ সড়কটি আরসিসি ঢালাই রাস্তা হচ্ছে বিধায় এলাকাবাসী ও পথচারীরা পৌর মেয়র ওয়ার্ড কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল হুদা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম।
নিজস্ব প্রতিনিধি:
The post সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় ৭ লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2HLFkvJ
No comments:
Post a Comment