Saturday, November 28, 2020

দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী: তালা প্রেসক্লাবে মিলাদ মাহফিল https://ift.tt/eA8V8J

দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা আধুনিক রেল স্টেশনসহ অনেক উন্নয়ন কর্মকান্ডের স্বপ্নদ্রষ্টা, কিংবদন্তী সাংবাদিক লিয়াকত আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার তালা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালা প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার তালা অফিস প্রধান ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক মো. বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এসএম আকরামুল ইসলাম, এড. কবির আহমেদ, বিএম বাবলুর রহমান, কার্যকরী সদস্য আব্দুল মজিদ মো. বাহারুল ইসলাম, মো. সোহাগ হোসেন মোড়ল, এসএম জহর হাসান সাগর, মো. বাহারুল মোড়ল, সাধারণ সদস্য রুহুল আমিন, মো. লিটন হুসাইন, হাফিজুর রহমান,কাজী ইমদাদুল বারী জীবন, মো. আফজাল হোসেন জোয়াদ্দার, খান আল-মাহবুব হুসাইন, শেখ ফয়সাল হোসেন, মো. জিয়াউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। লিয়াকত আলীর ২০১৫ সালের ২৮ নভেম্বর রাতে তিনি ঢাকাস্থ হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন।

The post দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী: তালা প্রেসক্লাবে মিলাদ মাহফিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o3viFB

No comments:

Post a Comment