Friday, November 27, 2020

সাতক্ষীরায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ফার্ণিচার সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে ফার্ণিচার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৈখালী চার রাস্তা মোড়ে আল-আমিন ফার্ণিচারের উদ্যোগে এলাকার অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ফার্ণিচার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আল আমিন ফার্ণিচারের সত্বাধিকারী ও শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সহ-সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট সমাজসেবক রহমত আলী, ইউপি সদস্য জামির হোসেন, সাবেক ইউপি সদস্য ও কৈখালী সুফি ফজলুল করিম এবতেদায়ী মাদ্রাসার সভাপতি আলী হোসেন সরদার, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘সকল রাজনীতির উর্দ্ধে মানবিকতা। লাবসা ইউনিয়নের একজন মানবিক মানুষ আসাদুল ইসলাম। আগামী দিনেও আমরা সম্মিলিতভাবে এ ধরনের মানবিক কাজ করতে পারি।

সততা, নৈতিকতা এবং আদর্শ মানুষের সাথে আমরা সম্মিলিতভাবে এ ধরনের কাজ করে যাবো। আসাদুল ইসলাম স্থানীয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নির্যাতিত-নিপীড়িত, হতদরিদ্র ছিন্নমূল মানুষের সহযোগিতা অব্যাহত রেখেছেন।’

অনুষ্ঠানে সাবেক সিবিএ নেতা শেখ শওকত আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বাংলাদেশ জাসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, কৈখালী মাগুরা মাদ্রাসা মোড় বাজার কমিটির সভাপতি শাহাজাহান আলী, কৈখালী ওমর বিন খাত্তাব জামে মসজিদের ইমাম ক্বারী মাও. লুৎফর রহমান, আলমগীর হোসেন, নজরুল ইসলাম মোল্ল্যা, শ্রমিক আন্দোলন পৌর শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ফার্ণিচার সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mgR4oU

No comments:

Post a Comment