শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ৫নং ওর্য়াড হিন্দু সম্প্রদায়দের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্রীউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নাকতাড়া বাজারে মহিরউদ্দীন মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরুণ চক্রবতী। এসময় চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, বিগত দিনে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে সর্বদা আপনাদর কল্যাণে কাজ করে এসেছি। সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রকৃত সুফলভোগীদের মাঝে বিতরণ করেছি। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে প্রতিহত করার চেষ্টা করেছি। ভবিষ্যতে যাতে সাধারণ মানুষের পাশে থেকে সকলকে সেবা দিতে পারি এবং শ্রীউলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করি। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য জালাল উদ্দিন, ইয়াছিন আলি, তহমিনা জোয়াদার, মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মাহমুদ, স্বপন, ঢালিরচক মন্দির সভাপতি পিযুস ঢালী, উত্তরপাড়া দুর্গামন্দির সভাপতি পংকজ সরকার, কালিমন্দির সভাপতি বিপ্লব মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
The post ইউপি চেয়ারম্যানের সাকিলের মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/367aE15
No comments:
Post a Comment