Thursday, November 26, 2020

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে এড. আব্দুস সাত্তার সভাপতি ও সুকান্ত কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বিএনপি সমর্থিত সভাপতিও সহ-সভাপতি একটি পদে বিজয়ী হয়েছে। আর আওয়ামী লীগের সমর্থিত সাধারণ সম্পাদক সহ সব কটি পদে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত পাইকগাছা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এড. মোজাফফর হাসান ফলাফল ঘোষণা করেন।

 

সভাপতি পদে বিএনপির সমর্থিত বর্তমান সভাপতি এড. আব্দুস সাত্তার ৪২ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম আওয়ামী লীগের সমর্থিত এড. কামরুল ইসলাম ২৩ ভোট পেয়েছেন, সহ-সভাপতি দুটি পদের মধ্যে বিএনপির সমর্থিত এড. জিএম আমজাদ হোসেন ৩৩ভোট ও আওয়ামী লীগ সমর্থিত এড, আবুল কালাম আজাদ সর্বোচ্চ ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, প্রতিদ্বন্দী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত এড,প্রশান্ত কুমার ঘোষ ৩০ ভোট পেয়েছে, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত সুকান্ত কুমার রায় ৩৪ ভোট পেয়ে বিজয়ী, প্রতিদ্বন্দী বিএনপির সমর্থিত সাবেক সম্পাদক এড. দিপংকর কুমার সাহা ২৯ ভোট পেয়েছে,যুগ্ন সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত অজিত কুমার ৩৩ভোট পেয়ে বিজয়ী, প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত আব্দুল মজিদ ৩২ ভোট পেয়েছে, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক সরদার সুবেহ সাদিক ৪৩ ভোট পেয়ে বিজয়ী, প্রতিদ্বন্দী বিএনপির সমর্থিত এড. আব্দুল মালেক ১৮ভোট পেয়েছে, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত শংকর কুমার ঢালী ৩৪ ভোট পেয়ে বিজয়ী, প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত এড. মোহতাসিম বিল্লাহ ২৮ভোট পেয়েছে, লাইব্রেরী সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত সাইদুর রহমান মিঠু ৪৩ ভোট পেয়ে বিজয়ী, প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত রেহেনা খাতুন ১৯ভোট পেয়েছে, সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত অনাদী কুমার মন্ডল ৩৯ভোট, আবুল কালাম আজাদ ৩৫ ভোট, সমরেশ কুমার ৩৫ভোট পেয়ে বিজয়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্কাস আলী ৩৩ ও সফিকুল ইসলাম ২৫ভোট পেয়েছে। নির্বাচন শেষে ভোট গণনার সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও সিনিয়র সহকারী জজ মো. সালাউদ্দিন।

The post পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/369lCn1

No comments:

Post a Comment