Sunday, November 29, 2020

ভেঙে যাওয়া রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান জাকির https://ift.tt/eA8V8J

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া পিচের মাথা থেকে শ্যামনগর উপজেলার বন্যতলা জামে মসজিদ পর্যন্ত কার্পেটিং রাস্তাটি বিগত আম্পান ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ ভেঙে ও অতিরিক্ত জোয়ার ভাটা চলার কারণে রাস্তাটি নষ্ট হয়ে যায়।

 

এতে করে কয়েক হাজার মানুষের যাতায়াত করতে ব্যাপক অসুবিধা হচ্ছে। তালতলা বাজারে নিত্য প্রয়োজনীয় মালামাল কিনতে জোয়ারে নৌকায় ছাড়া আসার উপায় নেই। এজন্য উক্ত রাস্তাটি প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নির্মাণ কাজ চলমান। রবিবার সকাল ১১টায় কার্পেটিং রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুল শেখ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আমজাত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post ভেঙে যাওয়া রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান জাকির appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33odXz9

No comments:

Post a Comment