Monday, November 30, 2020

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সাতক্ষীরায় বর্ণাঢ্য সাইকেল র‍্যালি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ‘কমলা রঙের বিশ্বে নারী, বাঁধার পথে দেবেই পাড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগকালিন সময়ে জরুরীভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় জেন্ডার ইন এমার্জেন্সি এলায়েন্স সাতক্ষীরা’র ২৪ টি সংগঠন এতে অংশ নেয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্লোগানে স্লোগানে মুখরিত করে পালিত হয় নানা কর্মসূচি। রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার, টি-শার্ট, বাদ্যযন্ত্র ও জারী গানসহ শতাধিক যুবক, কিশোরী, নারী নেত্রী, বিভিন্ন উন্নয়ন সংগঠন প্রতিনিধিদের অংশগ্রহনে ওই সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে নারী নেত্রী বেগম মরিয়ম মান্নান, জ্যোৎস্না দত্ত, সালেকা হক কেয়া, আনজুয়ারা বেগম, জোসনা আরা খাতুন, মহুয়া মঞ্জরীসহ বিভিন্ন সংগঠন প্রতিনিধিরা র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালিটি সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে খুলনা রোডের বঙ্গবন্ধু ম্যুরাল স্কয়ারে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, সুশীলনের প্রোগ্রাম অফিসার জাভেদ হাসান, হেড সংস্থার নির্বাহি পরিচালক লুইস রানা গাইন, বাংলাদেশ ভিশনের পরিচালক অপরেশ পাল, লাইট হাউসের সনজু মিঞা, উত্তরণ প্রতিনিধি এড. মনিরউদ্দিন, ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবুজাফর সিদ্দিকী, যুব প্রতিনিধি অন্তর প্রমুখ। র‌্যালি ও সভা পরিচালনা করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত।

The post নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সাতক্ষীরায় বর্ণাঢ্য সাইকেল র‍্যালি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fLQXiM

No comments:

Post a Comment