Saturday, November 28, 2020

ডুমুরিয়ায় স্বাস্থ্য সহকারিদের মানববন্ধন ও কর্মবিরতি https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বেতন বৈষম্য নিরসন, টেকনিশিয়ান পদ মর্যাদা, নিয়োগ বিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য সহকারীরা দ্বিতীয় দিনের মতো শনিবার (২৮নভেম্বর) কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করছেন। এতে উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে আরম্ভ হওয়া স্বাস্থ্য কর্মীদের কর্মবিরেিত উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি স্বাস্হ্য পরিদর্শক এএমকে আব্দুর রউফ জানান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসন, টেকনিশিয়ান পদমর্যাদা প্রদান, নিয়োগ বিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশের ন্যায় ডুমুরিয়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

The post ডুমুরিয়ায় স্বাস্থ্য সহকারিদের মানববন্ধন ও কর্মবিরতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33oe5Pn

No comments:

Post a Comment