Sunday, November 29, 2020

চাঁদার দাবিতে সুন্দরবন মোটরস’র মালিককে মারপিটের অভিযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: চাঁদার দাবিতে সুন্দরবন মোটরস’র মালিক ফিরোজুর রহমান রানাকে মারপিটের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পলাশপোল গ্রামের খলিলুর রহমানের পুত্র ফিরোজুর রহমান রানা প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পলাশপোল এলাকার জালাল উদ্দিন সরদারের পুত্র আল জামি তার চাচাতো ভাই। সে একজন মাদকাসক্ত। পারিবারিক বিষয়ে তার সাথে বিরোধ রয়েছে। এর জের ধরে গত ২৮ নভেম্বর ২০২০ তারিখে রানার ব্যবসায়ী প্রতিষ্ঠান সুন্দরবন মটরস শো রুমে এসে আল জামি চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আল জামি তাকে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় রানা ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রানাকে উদ্ধার করে। সে সময় আল জামি তাকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।

The post চাঁদার দাবিতে সুন্দরবন মোটরস’র মালিককে মারপিটের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3o7SCly

No comments:

Post a Comment