ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদীর ৩য় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শাহাপুর বাজারে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান সাকুর উদ্দীন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ-এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, এবিএম শফিকুল ইসলাম,বিমল বসাক, আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, ডা. দীন মোহাম্মদ খোকা, শিমু আক্তার, গাজী আব্দুল হক, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজবাউল আলম টুটুল, বিল¬াল হোসেন। সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মরহুম গাজী আব্দুল হাদীর জেষ্ঠ পুত্র গাজী এজাজ আহম্মেদ। স্মরণ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী অংশ গ্রহণ করেন। শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
The post ডুমুরিয়ার শাহাপুরে প্রয়াত আ.লীগ নেতা গাজী আব্দুল হাদীকে স্মরণ সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2HLY7ac
No comments:
Post a Comment