Sunday, November 29, 2020

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে তৎপর সাতক্ষীরা জেলা প্রশাসন https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ব্যাপক তৎপর। জনসচেতনতা সৃষ্টিতে চলছে ব্যাপক প্রচার। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে মাস্ক। মাস্কে অনীহা প্রকাশ করলে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল বলেন, তার নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ১ মার্চ ২০২০ হতে ২৯ নভেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১৮০৫টি মোবাইল কোর্ট অভিযানে ৩৫৪৪ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪ লক্ষ ১৭ হাজার ৮৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ২৯ নভেম্বর ২০২০ তারিখে পরিচালিত মোট ৫টি মোবাইল কোর্ট অভিযানে ২৩টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৬ হাজার ৪০০টাকা জরিমানা আদায় করা হয়।

The post করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে তৎপর সাতক্ষীরা জেলা প্রশাসন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lfCTiJ

No comments:

Post a Comment