বেনাপোল (যশোর) প্রতিনিধি: করোনার এ সময়ে সুঁই সুতার হাতের কাজ করে অনেক নারী ধরেছেন সংসারের হাল। তাদের পরিবারে ফিরছে স্বচ্ছলতা। উপজেলা সমবায় অধিদপ্তরের সহযোগিতায় নারীরা বাড়িতে বসেই সুরক্ষা মেনেই করছেন নকসিসহ বিভিন্ন কাজ। সময় কাটছে ভাল আসছে বাড়তি আয় খুশি তারা।
করোনাকালীন সময়ে কর্ম হারিয়ে অনেক পরিবার ভুগছে অর্থকষ্টে। অসহায় ও নি¤œআয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। অনেক এনজিও প্রতিষ্ঠানও গুটিয়ে নিয়েছে তাদের ব্যবসা। ব্রাকসহ কিছু প্রতিষ্ঠান নারীদের নিয়ে সুরক্ষা মেনেই চালাচ্ছেন কাজ। শার্শা ও বেনাপোল এলাকায় অনেক নারী বাড়িতে বসে সুঁই সুতার কাজ করে চালাচ্ছেন সংসার। পাঞ্জাবি, শাড়ী, থ্রিপিস, বেডসিট ও নকসির কাজ করছেন তারা। নারীদের আরও কর্মসংস্থান বাড়াতে সরকারি পৃষ্টপোষকতা চান তারা।
করোনার সময়ে কমে গেছে কাজ। তারপরও স্বাস্থ্যবিধি মেনে বাসাবাড়িতে নারীরা করছেন হাতের কাজ। ফলে অনেকটা ঘুচছে বেকারত্ব। সংসারে ফিরছে স্বচ্ছলতা। নারীদের কল্যানেই কাজ করছেন তারা।
উপজেলা সমবায় অফিসার এবিএসএম আক্কাস আলী বলেন, উপজেলায় প্রায় ৭হাজার নারী সুঁই সুতার হাতের কাজের সাথে জড়িত। উপজেলা সমবায় দপ্তর থেকে নারীদের প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। ফলে হাতের কাজে আগ্রহ বাড়ছে নারীদের। শার্শার নারীদের হাতে বোনা বস্ত্র দেশ ছাড়িয়ে যাচেছ বিদেশেও।
The post শার্শা-বেনাপোলে সুঁই সুতার কাজ করে সংসারের হাল ধরেছেন নারীরা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hfrKhC
No comments:
Post a Comment