নিজস্ব প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় ২০২১-২২’ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) বিকালে পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। ২০২১-২২’ অর্থ বছরের আয়-ব্যয় তুলে ধরে ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় (প্রারম্ভিক স্থিতিসহ) ৫৪,১৬৮,২০৮,৭৯ টাকা, মোট রাজস্ব ব্যয়-৩৮,৫০৭,০০০,০০ টাকা ও মোট উন্নয়ন আয় (প্রারম্ভিক স্থিতিসহ)-১৯৪,৬৯৫,৯৪৮,৪৭ টাকা, মোট ব্যয়-১৯০,৪৫০,০০০,০০ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত্ত-১৯,৯০৭,১৫৭,২৬ টাকা। সর্ব মোট চব্বিশ কোটি আটাআশি লক্ষ চৌষট্টি হাজার একশত সাতান্ন টাকা ছাব্বিই পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, জি,এম শফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দীন আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, হিসাব রক্ষক ইমরুল ইসলাম, সমাজ সেবক মাহাফুজুর রহমানসহ সুধী ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
The post কলারোয়া পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3y3ZRzY
No comments:
Post a Comment