দুখু হুমায়ুন
গ্রামে গ্রামে বাড়ি বাড়ি
ছড়িয়ে পড়ছে করোনা,
সর্দি-কাশি হালকা জ্বরে
ভুগছে মানুষ কতনা।
পরীক্ষা করা হচ্ছেনা তাই
ধরা বেশি পড়ছেনা,
বিনাশী করোনা তবু যেন
আমলে কেউ নিচ্ছেনা।
মস্ত বিপদ তবুও মানুষ
লকডাউন মানছে না,
এমনি ভাবে চলতে থাকলে
বিপদ কিন্তু কমবে না।
সময় থাকতে ওহে মানুষ
ফিরে আন চেতনা,
লাশের মিছিল শুরু হলে
সামাল দেয়া যাবেনা।
আল্লাহ তুমি দূর করো
গরিব দেশে যাতনা,
রহমতের ধারা দিয়ে
বিদায় করো করোনা।
The post ছড়িয়ে পড়ছে করোনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Te53Cx
No comments:
Post a Comment