খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
এর আগে শুক্রবার খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়। এ সময়ে ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে সকালে খুলনা জেলায় তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়।
এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিন ও বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ হাসপাতালের ইয়েলো জোনে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।
গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে।
The post খুলনায় একদিনে আরও ৩২ জনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3AcJVgD
No comments:
Post a Comment