পত্রদূত ডেস্ক: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে সাতক্ষীরার পুলিশ। ৩০ জুন সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।
এরআগে মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বিভিন্ন থানায় জিডি করেছিলেন ফোনের মালিকরা। জিডির সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ এসব মোবাইল ফোন উদ্ধার করেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, তার সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখার একদল চৌকশ কর্মকর্তা জেলার বিভিন্ন শ্রেণির মানুষের হারিয়ে যাওয়া কিংবা চুরি ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতার ফল হিসেবে জুন ২০২১ মাসে মোট ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে উল্লেখযোগ্য হলো-ও চযড়হব-২টি, ঝধসমংঁহম এধষধীু-৮টি, ঝধসমংঁহম এধষধীু ঞধন-১টি, ঠরাড়-৫টি, ঙঢ়ঢ়ড়-৪টি, ঢরড়সর গও-১টি, জবফসর-১টি, জবধষসব-৪টি, ঝুধসঢ়যড়হু-৪টি, ঠরংরড়হ-১টি, চড়পড়-১টি। এ কাজের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইকবাল হোসেন এবং নিবিড় তত্ত্বাবধানে আছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: সজিব খান। দেশের বিভিন্ন জেলা থেকে এসকল মোবাইল ফোনগুলি উদ্ধার করে আনা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত ৩২টি মোবাইল ফোন মালিকদের সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে এনে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইকবাল হোসেন ও সহকারী পুলিশ সুপার, (জেলা বিশেষ শাখা) সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
The post সাতক্ষীরায় ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3y9WYhb
No comments:
Post a Comment