Tuesday, June 29, 2021

ঈদুল আজহার পর পরীক্ষা নেবে যবিপ্রবি https://ift.tt/eA8V8J

আসন্ন পবিত্র ঈদুল আজহার পরে দ্রুততম সুবিধাজনক সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর অন্তত: এক সপ্তাহ পূর্বে পরিপূর্ণ সময়সূচি ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার যবিপ্রবির ডিনস কমিটির সভাপতি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বরাবর প্রেরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের নির্দেশনাক্রমে গত ২৮ জুন সোমবার ডিনস কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রেরিত পত্রে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখতেও অনুরোধ জানানো হয়।

The post ঈদুল আজহার পর পরীক্ষা নেবে যবিপ্রবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3x4y5mW

No comments:

Post a Comment