বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা বেনাপোলে মুখিকচু চাষে লাভবান হচ্ছে কৃষক। বাড়ছে চাষ। করোনার এসময়ে বাসা বাড়িতে বসে কচু পরিস্কার করে নারী পুরুষের সংসারে আসছে বাড়তি আয়। সময় কাটছে ভাল।
কৃষি প্রধান এলাকা শার্শা-উপজেলার নাভারন, বেনাপোল নিজামপুর, গাতিপাড়া, কায়বাসহ বিভিন্ন এলাকায় বেড়েছে পুষ্টিগুনে ভরা খেতে সুস্বাদু মুখিকচু চাষ। অল্প দিনেই স্বল্প খরচে বেশি লাভ পাওয়ায় এলাকায় বাড়ছে চাষ। প্রতি বিঘায় ফলছে ৮০ থেকে ১২০ মণ মুখিকচু। ৫গুন লাভের চাষ এ কচু। ফলে কৃষকেরা হচ্ছে লাভবান। সংসারে ফিরছে সুদিন। কচু তুলে ও পরিস্কার করে উপকৃত হচ্ছে এলাকার নারী পুরুষেরা। প্রতিদিন সকালে বিকালে বাড়িতে বসেই চলছে কচু পরিস্কারের কাজ। শিক্ষার্থীরাও কচু পরিস্কার করে করছে। উপজেলা কৃষি কর্মকর্তা- সৌতম কুমার শীল বলেন, কচু চাষে লাভবান হওয়ায় কৃষকের মধ্যে আগ্রহ বাড়ছে। কচু চাষে প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আগামীতে আরও ফলন ও চাষ বৃদ্ধির আশা কৃষি বিভাগের। উপজেলায় ৮০ হেক্টর জমিতে মুখিকচু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে চাষ হয়েছে ৯৫ হেক্টর জমিতে।
The post বেনাপোলে মুখিকচু চাষে বাম্পার ফলন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2SEIeYD
No comments:
Post a Comment