নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটার পারুলিয়ায় বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালীগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন।
এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। এরা হলেন দেবহাটা উপজেলার পুষ্পকাটী গ্রামের মহিউদ্দিনের ছেলে সজীব (২৬), আরশাদ আলীর ছেলে আশরাফুল(২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন(১৭)। ওসি আরও জানান, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে ।
The post সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের ৩ আরোহী নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3A8gSee
No comments:
Post a Comment