Monday, June 28, 2021

পুরাতন নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পসহ আটক প্রতারক চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জাল কোট ফি ও প্রচুর পুরাতন নন-জুটিসিয়াল ষ্ট্যাম্পসহ আটক প্রতারক চক্রের চার সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা পারকুখরালি পূর্বপাড়ার মৃত নুর ইসলামের ছেলে আইনজীবীর সহকারী মোঃ রুহুল কুদ্দুস (৫০), সাতক্ষীরা মাগুরা বউ বাজার এলাকার সৈয়দ আলী গাজির ছেলে স্টাম্প ভেন্ডার মোঃ শওকত আলী (৫৮)। এছাড়া সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিষ্ট্রিপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে স্টাম্প ভেন্ডার এম এম রবিউল ইসলাম (৫৫) ও তার ভাই এম এম শাহাজান (৫১)।

সাতক্ষীরা জেলা জজ আদালতের রেকর্ড রুমের সামনে ভেন্ডার গলি থেকে দুইজনকে ও সাতক্ষীরা রেজিষ্ট্রি অফিসের সামনে অবস্থিত তৃতীয় তলা বিশিষ্ট বসত বাড়ির ২য় তলার অফিস কাম বাসার উত্তর পাশের কক্ষ হতে বিভিন্ন মূল্যের প্রচুর পুরাতন নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পসহ অপর দুই জনকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জজ কোর্টের ভিতর অভিযান চালিয়ে জাল কোট ফিসহ দুইজনকে এবং রেজিষ্ট্রি অফিস এলাকায় অভিযান চালিয়ে পুরাতন নন-জুটিসিয়াল ষ্ট্যাম্পসহ অপর দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলায় সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

The post পুরাতন নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পসহ আটক প্রতারক চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3A4qWow

No comments:

Post a Comment