Wednesday, June 30, 2021

কলারোয়ায় রাসায়নিক সার-বীজ বিতরণ ও বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্ত নারীকে সংবর্ধনা https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। একই সাথে ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত নারী আকলিমা খাতুনকে সংবর্ধনা দেয়্ াহয়েছে। বুধবার (৩০জুন) সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়ন কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মো: আক্তার হোসেনসহ অন্যন্যে কর্মকর্তারা। জানা গেছে-উপজেলায় ৩০০জন কৃষকের মধ্যে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু হাসান।

The post কলারোয়ায় রাসায়নিক সার-বীজ বিতরণ ও বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্ত নারীকে সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3w8N4La

No comments:

Post a Comment