সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থানটি প্রাচীন। দেড়শ’ বছর আগের এ কবরস্থানটি ৭০ শতক জমির উপর প্রতিষ্ঠিত। মুন্সি আব্দুর রব সরদার এ জমিটি এলাকার মানুষের দাফনের জন্য দান করেছিলেন।
বর্তমানে এ কবরস্থানে জায়গা খালি নেই। প্রতিদিন এ কবরস্থানে দাফন হচ্ছে একাধিক লাশ। করোনা পরিস্থিতির কারণেই প্রতিদিন একাধিক মরদেহ দাফন করতে হচ্ছে। কবর খুড়লেই বেরিয়ে আসছে তাজা লাশ। এ ধরণের একটি সচিত্র প্রতিবেদন রবিবার দৈনিক পত্রদূত পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত খবরে গোর খুড়েদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সম্প্রতি কবর খুড়লেই বেরিয়ে আসছে তাজা লাশ। এতে করে কবরস্থানটি সম্প্রসারণ করা ছাড়া কোন বিকল্প নেই বলে মনে করেন তারা। এখানে মৃত মানুষের জন্য ১৫-২০ বছর ধরে কবর খুড়ছেন তারা। এরআগে কবর খুড়লে পুরনো হাড়গোড় বের হতো। কিন্তু সম্প্রতি তারা লক্ষ্য করছেন কবর খুড়তে কোদাল মারলেই বেরিয়ে আসছে তাজা লাশ। তাদের ধারণা, করোনা পরিস্থিতির কারণে মানুষ মারা যাচ্ছে। মৃত ব্যক্তিদের আনা হচ্ছে কবরস্থানে। করোনার আগে সপ্তাহে দু-একটি, মাসে ১০-১২টি এবং বছরে এক-দেড়শ’ লাশ দাফন করা হতো। কিন্তু মৃতের সংখ্যা ব্যাপক বেড়েছে। গত একমাসে প্রায় ৭০-৮০টি লাশ দাফন হয়েছে বলে জানান গোরখুড়েরা। তারা বলেন, মরদেহের দুর্গন্ধে কবর খোড়াও এখন কঠিন হয়ে পড়ছে। কখনো কখনো মানসিকভাবে তারা ভারসাম্যও হারিয়ে ফেলছেন। তারাও দাবি করেন কবরস্থানটির স্থান সম্প্রসারণের।
কামলানগর কবরস্থান পরিচালনা কমিটির আহ্বায়ক ডা: আবুল কালাম বাবলার উদ্ধৃতি দিয়ে বলা হয়, লাশের চাপে কামালনগর কবরস্থানে তিল পরিমান খালি জায়গা নেই। বিগত ১৭দিনে ২৬টি লাশ দাফন হয়েছে। ইতোমধ্যে কবরস্থান সংলগ্ন এলাকায় তিন কোটি টাকায় দুই বিঘা জমি ক্রয়ের জন্য জমির মালিকদের সাথে চুক্তি হয়েছে। সাতক্ষীরা পৌর এলাকার সকল মসজিদের ইমাম, খতিব, ধনাঢ্য দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনা করে কবরস্থান সম্প্রসারণে জমি কেনার ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি আরও জানান, ইতোমধ্যে জমির মালিকদের ৭০ লক্ষ টাকা বায়না দেওয়া হয়েছে। কিন্তু টাকার অভাবে বাকী কাজ সম্পন্ন করা যাচ্ছে না। বিত্তশালী দয়ালু ব্যক্তিরা এগিয়ে না আসায় থমকে গেছে কবরস্থান সম্প্রসারণের কাজ। এছাড়া এখনো পর্যন্ত সরকারি কোন সহায়তাও পাওয়া যায়নি। ইতোমধ্যে আমরা স্থানীয় সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবগত করা হয়েছে। কবরস্থানটি সম্প্রসারিত করা পর্যন্ত দাফন কাজ স্থগিত করা ছাড়া কোন উপায় থাকবে না বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার কামলনগর কবরস্থানটিতে ইটাগাছা, কামলনগর, গড়েরকান্দা, রইচপুর, পলাশপোল, কুখরালি, চালতেতলাসহ প্রায় ১২-১৫টি গ্রামের মৃত মানুষের দাফন করা হয়।
আমরা মনে করি, কবরস্থানটি সম্প্রসারণে জরুরীভিত্তিতে উদ্যোগ নেওয়ার এখনই সময়। এরপর হয়তো পরিস্থিতি এমন হতে পারে যে মৃত মানুষের কবর দেওয়ার মতো আর জায়গা পাওয়া যাবে না। কেননা সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থানটি এলাকার মানুষের শেষ ঠিকানা। তাই কবরস্থানটি সম্প্রসারণে সরকারি-বেসরকারি সকলকে উদার মন নিয়ে এগিয়ে আসতে হবে।
The post সম্পাদকীয়: সাতক্ষীরা কামালনগর কবরস্থান সম্প্রসারণ জরুরী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3x4qm8n
No comments:
Post a Comment