পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় আরো ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ দু’জন চিকিৎসক এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ দু’জন পুলিশ সদস্য রয়েছেন। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১২০ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ৫ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সোমবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের অধীনে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে মোট নমুনার ৬৬টি নড়াইল ও মাগুরা জেলা থেকে পাওয়া যায় এবং শনাক্তদের মধ্যে ঐ দুই জেলায় ১৪ জন রয়েছে।
এদিকে সাতক্ষীরা জেলায় শনাক্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ দু’জন চিকিৎসক এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ দু’জন পুলিশ সদস্য রয়েছেন। এনিয়ে জেলায় ৩ হাজার ৩২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
The post সাতক্ষীরায় দু’জন চিকিৎসক, একজন এডিশনাল এসপিসহ নতুন শনাক্ত ৩৩ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dnKZ7R
No comments:
Post a Comment