Tuesday, June 29, 2021

সাতক্ষীরা কোভিড ডেডিকেটেড হাসপাতালের তদারকি বৃদ্ধির আহবান জাসদের https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংক্রমিত রোগের চিকিৎসা সেবা ও অক্সিজেনের সরবরাহ তদারকি বৃদ্ধির জন্য জেলার জাতীয় সংসদ সদস্যবৃন্দ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চায় বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা।
বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ মনে করেন, বর্তমানে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার নামে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অপতৎপরতা বেড়েছে ও নিরীহ জনগণের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। একাধারে জেলার সিভিল সার্জন ও জেলা প্রশাসন অজানা কারণে নীরব থাকার ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজেম আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা যেন সাতক্ষীরা মেডিকেল কলেজে বিনা খরচে হয়, সকল পরীক্ষা যেন সরকারি খরচে হয়। জেলার সরকারি মেডিকেল কলেজ ছাড়া সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিড চিকিৎসার উদ্যোগ বন্ধ করা হোক। চিকিৎসা ব্যবসায়ীদের চিহ্নিত করে যেকোনো ধরনের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার ফিস নির্ধারণ করার জন্য জেলা স্বাস্থ্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান জেলা নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলার উপজেলা পর্যায়ের হাসপাতাল কমিউনিটি ক্লিনিক, টিবি হাসপাতাল মাতৃসদনে সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবি জানান নেতৃবৃন্দ। করোনা সংক্রমনের অযথা ভয় দেখানো বন্ধে জেলাব্যাপী মাইকিং করার দাবি জানানো হয়। সাতক্ষীরা জেলার মেডিকেল কলেজে একমাত্র কোভিড চিকিৎসার ব্যবস্থা আছে এই মর্মে প্রত্যেক ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রচারের দাবি জানান। এই বিবৃতির সাথে সংহতি জানিয়েছেন জেলা জাতীয় পার্টির নেতা আনোয়ার জাহিদ তপন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা নেতা মকবুল হোসেন, বাংলাদেশ জাসদ নেতা দিদারুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরা কোভিড ডেডিকেটেড হাসপাতালের তদারকি বৃদ্ধির আহবান জাসদের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Tb7O7X

No comments:

Post a Comment