Tuesday, June 29, 2021

কলারোয়ায় সেবার দাফন ও সৎকার টিমের সদস্যদের বিভিন্ন সামগ্রী প্রদান https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র দাফন ও সৎকার টিমের সদস্যদের কার্যসম্পাদনে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার তরুণ সমাজসেবক ড্রিম ভিশনের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন তপু ব্যক্তিগত ভাবে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, আইশিল্ড, গ্লাভস প্রদান করেন। তিনি এসময় সেবা’র দাফন ও সৎকার টিমের কাজে উৎসাহ প্রদানসহ তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া সেবা’র দাফন টিমের দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান ও সৎকার টিমের দলনেতা লক্ষ্মণ বিশ্বাস, সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সদস্য সচিব মাস্টার মিজানুর রহমান, দাফন ও সৎকার টিমের সদস্য ফারুক হোসেন স্বপন, আমিরুল ইসলাম, সোহেল রানা বাবু, কাজল দেবনাথ। সেবা’র পক্ষ থেকে ড্রিম ভিশনের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন তপুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এর আগে সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির অনুরূপভাবে সেবা সংঠনকে ২বক্স মাস্ক প্রদান করেন।

The post কলারোয়ায় সেবার দাফন ও সৎকার টিমের সদস্যদের বিভিন্ন সামগ্রী প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3A4DHiS

No comments:

Post a Comment