Sunday, June 27, 2021

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণের অভিযোগে ২টি নৌকাসহ ৪ জেলে আটক https://ift.tt/eA8V8J

আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে ৪ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় ২টি নৌকা আটক করা হয়। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এর ৪৬ নং কম্পার্টমেন্ট এর আওতায়ভুক্ত বাদিড়ঝুলি খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

বনবিভাগ জানায়, গত ২৬ জুন রাত ৯টায় বাদিড়ঝুলি খাল এলাকায় বনবিভাগের কলাগাছিয়া ও বুড়িগোয়ালিনী স্টেশনের যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উক্ত নৌকাসহ জেলেদের আটক করা হয়। আটক জেলেরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাসিন্দা। তারা হলেন, নাজির খানের ছেলে হাবিবুর রহমান, মিজানুর গাজীর ছেলে মো. ইয়াছিন গাজী, আব্দুল কাদের গাজীর ছেলে মো. শহিদুল গাজী এবং হাবিবুর রহমানের ছেলে মো. জাহিদুল ইসলাম।

তাদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনে (২০০০ সালে সংশোধিত) মামলা হয়েছে। পিওআর বন মামলা নং ১০। আসামীদেরকে আদালত প্রেরণ করা হয়েছে।

The post সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণের অভিযোগে ২টি নৌকাসহ ৪ জেলে আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2UDeX0V

No comments:

Post a Comment