সংবাদদাতা: সাতক্ষীরা কলারোয়া পৌরসভার উদ্যোগে এডিপি’র অর্থায়নে সড়ক সংস্কারের কাজ করা হয়েছে। এডিপি, রাজস্ব ও বিশেষ বরাদ্দকৃত ৬৩ লাখ ৬ হাজার ৩৫৪ টাকা কাজের ১৮৩৭ ফুট লম্বা, ১৫ ফুট চওড়া ও ১ফুট উচ্চতা পৌরবাজারের সাত্তার হার্ডওয়ার হতে হাসপাতাল অভিমুখে কার্পেটিং রাস্তা মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। ওই কাজের উদ্বোধন করেন-কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন-কাউন্সিলর শেখ জামিল হোসেন ও প্যানেল কাউন্সিলর ফারহানা হোসেন, পৌর সভার প্রকৌশলী ওজিয়ার রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, বরাদ্দকৃত কাজের ঠিকাদার মোসার্স আলিফ আরশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাদিয়া নুরুল নিশাত, আসাদুর রহমান আসাদ সহ সুধিবৃন্দ। এদিকে পৌরসভার মেয়র বলেন-তিনি সকল কাজের তদকারি করে সঠিক ভাবে কাজ বুঝে নিচ্ছেন। সে অনুযায়ী কলারোয়ার পৌর বাজারের সাত্তার হার্ডওয়ার হতে হাসপাতাল অভিমুখে কার্পেটিং রাস্তা মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। খুব তাড়াতাড়ি কার্পেটিং সম্পন্ন হবে।
The post কলারোয়া পৌরসভায় এডিপি’র অর্থায়নে সড়ক সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3AhVpPW
No comments:
Post a Comment