Wednesday, June 30, 2021

আটক ভ্যান-রিক্সা ও ইজিবাইক ফেরত পাওয়ার দাবীতে ডিসি অফিসের সামনে অবস্থান https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশের হাতে আটক মোটর চালিত ভ্যান-রিক্সা ও ইজিবাইক ফেরত পাওয়ার দাবীতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসুচি পালিত হচ্ছে। খেটেখাওয়া হতদরিদ্র এসব চালকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বুধবার সকাল থেকে অবস্থান নেয়।

অবস্থান চলাকালে মোটরচালিত ভ্যান, রিক্সা ও ইজিবাইক চালকরা বলেন, গত ১৫ মাস ধরে করোনা পরিস্থিতির কারনে তাদের উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে তারা এসব যানবাহন ক্রয় করেছে।

একদিকে পরিবার পরিজনের ভরণ পোষণ এবং অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধ করা তাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। এমন অবস্থায় পেটের দায়ে তারা রাস্তায় বের বের হলেই তাদের যানবাহনগুলো আটক করা হচ্ছে। তারা আটক যানবাহন ছেড়ে দেওয়ার দাবী জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রয়েছে।

The post আটক ভ্যান-রিক্সা ও ইজিবাইক ফেরত পাওয়ার দাবীতে ডিসি অফিসের সামনে অবস্থান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jnD4v0

No comments:

Post a Comment