নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা পজিটিভ হয়ে ৬৭ জন এবং উপসর্গে ৩২৮ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, সাতক্ষীরা সদরের আলিপুর ঢালীপাড়ার আনিসুর ঢালীর ছেলে হামিদুর রহমান (৫৫), দেবহাটার ভাতশালার ঘলঘলিয়া গ্রামের কুন্ঠু বিহারীর ছেলে নির্মল (৫৫), তালার দোহার গ্রামের ছমির সরদারের ছেলে বাছের আলী (৭০), কালিগঞ্জের রঘুনাথপুর গ্রামের হামিদ গাজীর স্ত্রী মনোয়ারা (৬৫), শ্যামনগরের ভুরুলিয়ার মো. আলী খানের ছেলে এটিএম জাফরউল্লাহ (৫৮), কালিগঞ্জের তারালী গ্রামের আব্দুল গফ্ফারের স্ত্রী মঞ্জুয়ারা (৫৫) এবং সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আমিনা (৩৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ।
জেলায় বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮১৪ জন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ক্লিনিকে ৩৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে সাতক্ষীরায় চতুর্থ দফার লকডাউনে গত ২৪ ঘন্টায় আরোপিত সার্বিক কার্যাবলি চলাচলে বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিকরণ ও উক্ত বিধি-নিষেধ প্রতিপালনে ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪৯ টি মামলায় ৩৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলায় লকডাউনের ২৫ দিনে মোট ১৭৬টি অভিযানে ৮৪৩টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮ লাখ ৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
The post সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতাল ক্লিনিকে ৩৯৬ রোগী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3y04oU9
No comments:
Post a Comment