Sunday, June 27, 2021

জেলা যুবলীগকে মডেলে রুপান্তর করতে চান সভাপতি প্রার্থী ফিরোজ https://ift.tt/eA8V8J

দীর্ঘ ৯ মাস অভিভাবকহীন জেলা যুবলীগ। এতে করে জেলাব্যাপী চাঙ্গা হতে পারছে না তৃণমূলের যুবলীগ কর্মীরা। অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের একাংশের কর্মীরা মূল দলের নেতাদের সাথেও বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। ফলে ৯ মাস পেরিয়ে গেলেও জেলা যুবলীগের নেতৃত্ব নিয়ে নানান প্রশ্ন? এমনকি জেলা যুবলীগের কান্ডারি কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। নামগুলোর মধ্যে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেনের নামও বিভিন্ন পর্যায়ের কর্মীদের মুখে মুখে উচ্চারিত।
প্রার্থী শেখ ফিরোজ হোসেন বলেন, বর্তমানে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছি। আমি নামমাত্র নেতা হতে চাইনা, চাই জনগণের সেবক হতে। করোনাকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহবানে ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদের নির্দেশনায় আমার সাধ্য অনুযায়ী মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।
সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন ১৯৯১ সালের ১৮ অক্টোবর শহরের দক্ষিণ পলাশপোল গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত শেখ আইনুল হোসেন। সভাপতি হতে পারলে সাতক্ষীরা জেলা যুবলীগকে একটি মডেলে রুপান্তর করার সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। প্রেসবিজ্ঞপ্তি

The post জেলা যুবলীগকে মডেলে রুপান্তর করতে চান সভাপতি প্রার্থী ফিরোজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vZFwuq

No comments:

Post a Comment