Sunday, June 27, 2021

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকার চিংড়ি বিনষ্ট: ৪ ব্যবসায়ির জেল-জরিমানা! https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার ভ্রাম্যমান আদালতের আভিযানে ২ লক্ষ টাকা মূল্যের ২৮০ কেজি রপ্তানি যোগ্য হিমায়িত চিংড়ি জব্দপূর্বক বিনষ্ট করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪ জন মৎস্য ব্যবসায়িকে ১৪ দিনের জেলসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। রোববার বিকেলে আদালত পরিচালনা করেন, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকার স্বপন মন্ডলের মাছের ডিপোতে অভিযান চালিয়ে রপ্তানি যোগ্য হিমায়িত চিংড়িতে অপদ্রব (জেলি) পুশ করার অপরাধে ২৮০ কেজি চিংড়ি জব্দপূর্বক বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানা গেছে।
এসময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী দিলীপ মন্ডল, পরিতোষ মন্ডল, কুমারেশ মন্ডল ও অতুল কৃষ্ণ মন্ডলসহ ৪জন ব্যবসায়ীকে ১৪ দিনের জেলসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বক্কার সিদ্দিকী, উপজেলা ভূমি অফিসের নাজির মো: সাইফুল্লাহসহ ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 

The post ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকার চিংড়ি বিনষ্ট: ৪ ব্যবসায়ির জেল-জরিমানা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gXOpA8

No comments:

Post a Comment