দেবহাটা ব্যুরো: মহামারী করোনা ভাইরাসে মারা যাওয়া গ্রাম পুলিশ নির্মল কুমার দাসের অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। লকডাউনকালীন নির্মল দাসের অসহায় পরিবারের জন্য মঙ্গলবার দুপুরে নিত্যপ্রয়োজনীয় মালামাল ও বাজার সদাই নিয়ে হাজির হন তিনি। একইসাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন ওসি। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৃত্যুর আগপর্যন্ত নির্মল কুমার দাস দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রায় ২৫দিন আগে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ জুন) ভোররাতে তার মৃত্যু হয়।
The post করোনায় মৃত গ্রাম পুলিশের পরিবারের পাশে ওসি বিপ্লব সাহা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3h2rHa3
No comments:
Post a Comment