Sunday, June 27, 2021

সাতক্ষীরায় স্বাস্থ্য ব্যবসায়িদের বিরুদ্ধে করোনা নিয়ে অপতৎরতার অভিযোগ বাংলাদেশ জাসদের https://ift.tt/eA8V8J

২৭ জুন সকাল ১১টায় বর্তমান করোনা সংক্রমণ ও মৃত্যু ভয়ে আতঙ্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য স্বাস্থ্য ব্যবসায়ীদের অপতৎপরতার অভিযোগ সম্পর্কে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা মেডিকেল কলেজ পর্যবেক্ষণে যায়। পর্যবেক্ষণে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার নেতা মকবুল হোসেন মনে করেন-করোনা সংক্রমনে মৃত্যু হয়নি। এছাড়া জেলাব্যাপী মিথ্যা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি স্বাস্থ্য ব্যবসায়ী ও বেসরকারি হাসপাতাল ব্যবসায়ী, হাসপাতালে অসৎ কর্মকর্তা ও কর্মচারীদের মুনাফা লুটে নেওয়ার একটি গভীর ষড়যন্ত্র।

সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রতিদিন ২৪০ জন রোগীর অক্সিজেন সরবরাহ করার সক্ষমতা আছে। কিন্তু হাসপাতালে করোনা সংক্রমিত রোগীর মধ্যে মাত্র ৫৯জনের অক্সিজেন দেওয়ার প্রয়োজন। অথচ একটি চক্র অশুভ উদ্দেশ্য প্রচারণা চালাচ্ছে যে, সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা রোগীর ভর্তি নিচ্ছে না। এই জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দদের কাছে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার বিনীত আহবান জানান, আসল সত্যটি উদঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জেলার স্বাস্থ্য প্রশাসন যেন সব ধরনের রোগের চিকিৎসা নিশ্চিত করেন, সে ব্যাপারে তদারকি বৃদ্ধি করেন। শুধুমাত্র ভার্চুয়াল মিটিং সংলাপে দায়িত্ব শেষ করলে চলবে না। জেলার সরকারি হাসপাতাল ছাড়া কোন হাসপাতালে যেন করোনা রোগের চিকিৎসার নামে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে জেলায় একটি ভ্রাম্যমাণ টিম গড়ে তোলার দাবি জানান নেতৃবৃন্দ। জেলার উপজেলা ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে জেলায় করোনা রোগের চিকিৎসায় অক্সিজেন সরবরাহের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ যথেষ্ট সক্ষম। কিন্তু গ্রামপর্যায়ে অসাধু ব্যবসায়ী জনগণকে ভয় দেখিয়ে চিকিৎসার নামে প্রতারণা করছে। এ প্রতারণার বিরুদ্ধে স্বাস্থ্য প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন নির্বাচিত জনপ্রতিনিধি সবাইকে নিয়ে তদারকি টিম গড়ে তোলার দাবি জানানো হচ্ছে। লকডাউনের নামে স্বল্প ও স্বল্প আয়ের মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে অতি দ্রুত রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান বাংলাদেশ জাসদ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ। অতি দ্রুত জেলায় গণতন্ত্রমনা রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে চিকিৎসাসেবা তদারকি টিম গড়ে তোলারও আহব্বান জানান তারা। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় স্বাস্থ্য ব্যবসায়িদের বিরুদ্ধে করোনা নিয়ে অপতৎরতার অভিযোগ বাংলাদেশ জাসদের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2UEoDIx

No comments:

Post a Comment