Wednesday, June 30, 2021

সাতক্ষীরা মেডিকেলের করোনা ওয়ার্ডের মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ৭ জন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৭জন। এরমধ্যে ১জন পজিটিভ। বাকি ৬জন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ৪জন নারী এবং ৩জন পুরুষ রয়েছে।

মৃত্যুবরণকারীরা হলেন, কালিগঞ্জের রতনপুর গ্রামের শহিদুলের স্ত্রী সাহানারা (৪৭)। তিনি করোনা পজিটিভ ছিলেন। এছাড়া উপসর্গে মারা গেছেন কলারোয়ার রামভদ্রপুর গ্রামের মেছের আলীর ছেলে নিছার আলী (৬৫), আমাশুনির কাদাকাটি গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী হাফিজা (৪২), তালার বালিয়াদহ গ্রামের মাহাবুবর রহমানের স্ত্রী ফেরদ্যেসী (৪৫), শহরের ইটাগাছার নিয়ামত উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন (৭০), কালিগঞ্জের শ্রীপুর গ্রামের মহিদুল্লার স্ত্রী হাফিজা (৭৫) এবং কাািলগঞ্জের রতনপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে আব্দুস সালাম (৫০)।

একই সময়ে ১৬১ জনের নমুনা পরিক্ষায় ৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.০৫ ভাগ। জেলায় এপর্যন্ত করোনায় পজিটিভ মৃত্যু ৬৯জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৩৮ জন। এছাড়াও জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৬৯৮ জনের নমুনা পরিক্ষা করে ৩ হাজার ৩৭১ জনের পজিটিভ হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেন।

এদিকে জেলা করোনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টানা চতুর্থ দফার লকডাউন এর আজ ৫ম দিন। শহরে বুধবার সকাল থেকে ছোট খাটো যানবাহন চলাচল করছে। বিভিন্ন যানবাহনে গ্রামের মানুষ শহরে আসছে। স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে চলাফেরা করছে। হাট বাজার করছে।

তবে দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না অনেকেই। বিপাকে পড়েছে মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

The post সাতক্ষীরা মেডিকেলের করোনা ওয়ার্ডের মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ৭ জন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3w8GO6h

No comments:

Post a Comment