সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় রবিবার সকালে বেসরকারি সংগঠন উত্তরণের আয়োজনে নিজস্ব কার্যালয়ে উপজেলা ভূমি কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। প্রগতির সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য সহ ভূমি কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন উত্তরণ প্রধান কার্যালয়ের ল্যান্ড রাইটস এর প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান জমাদ্দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরণ প্রধান কার্যালয়ের মনিটরিং অফিসার মো: মোস্তাফিজুর রহমান, শ্যামনগর ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ডা: আলী আশরাফ, সাংবাদিক রনজিৎ বর্মন, সোহেলী পারভীন ঝর্ণা, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, আইনজীবি জিএম মুনসুর রহমান, দিপালী মুন্ডা প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহীকে সভাপতি ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানাজীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়।
The post শ্যামনগর উপজেলা ভূমি কমিটি গঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Szvwua
No comments:
Post a Comment