পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় আবারো করোনা সংক্রমনের হার ৫০ শতাংশ অতিক্রম করেছে। বুধবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনা পজিটিভ শনাক্ত হয় ৫২ জনের। শনাক্তের হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ। গত ১৯ জুন সাতক্ষীরায় শনাক্ত হয়েছিল ৫০ শতাংশ। এর পরের দু’দিন ৪৩ ও ৪৩ শতাংশ শনাক্ত হয়। ২২ জুন থেকে শনাক্তের হার ৪০ শতাংশের নিচে নেমে আসে। ২৪ জুন থেকে ৩০ শতাংশের নিচে শনাক্ত হয়।
সাতক্ষীরা সিভিল সাজূন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার সাতক্ষীরায় ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয় ৬৭ জন। এদিন নড়াউল ও মাগুরা জেলা থেকে ৯৫ জনের নমুনা পাওয়া যায়। যারমধ্যে ১৫ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।
The post সাতক্ষীরায় একলাফে শনাক্ত দ্বিগুন, ৫৪ দশমিক ৭৪ শতাংশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Ug7q8h
No comments:
Post a Comment