Sunday, June 27, 2021

কুলিয়ার পুষ্পকাটিতে সরকারি গাছ কর্তনের পর জব্দ https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন একটি সরকারি আমগাছ কাউকে না জানিয়ে কর্তনের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে এবং দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের নির্দেশে কুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ মোকারম হোসেন কর্তনকৃত গাছটি সরকারি হওয়ায় তা জব্দ করেছেন। সূত্রে জানা যায়, উক্ত সরকারি আম গাছটি কর্তন করেছে পুষ্পকাটি গ্রামের মৃত শফিউল সরদারের পুত্র নূরুজ্জামান ও তার চাচাতো ভাইয়েরা। নূরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছটি সরকারি, তবে কাউকে না বলে কাটা ঠিক হয়নি। তিনি আরও বলেন, আমাদের শরিকের কবরস্থান সংস্কারের জন্য উক্ত আম গাছটি কাটা হয়। স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, গাছটি সরকারি কিন্তু সরকারি গাছ কাটতে হলে নিয়ম অনুযায়ী কাটলে ভালো হতো। এব্যাপারে কুলিয়া ভূমি কর্মকর্তা শেখ মোকারম হোসেন বলেন, আমি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের নির্দেশক্রমে ২৭ জুন সকালে সরেজমিনে গিয়ে সরকারি গাছের কাঠগুলো জব্দ করেছি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, সরকারি গাছ কর্তনের বিষয়ে শোনামাত্র কুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে গাছটি সরকারি হলে তা জব্দ করার নির্দেশ দিয়েছি এবং সাথে সাথে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছি।

The post কুলিয়ার পুষ্পকাটিতে সরকারি গাছ কর্তনের পর জব্দ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TcsImP

No comments:

Post a Comment