আহসান হাবিব, আশাশুনি: আশাশুনি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অমল কান্তি ঘোষের যোগসাজসে ভিপি সহকারি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে লাগামহীন অনিয়ম, দুর্নীতি, সরকারি রাজস্ব ফাঁকিসহ নানা উঠেছে।
তথ্যনুসন্ধানে জানা গেছে, অনেক অভিযোগের মধ্যে ১৯৯২ সাল হতে অদ্যাবধি আশাশুনি উপজেলাধীন লাঙ্গলদাড়িয়া ও গাজীপুর মৌজায় কালিগঞ্জ উপজেলার বন্ধকাটি গ্রামের মৃত কুরবান আলী মোড়লের পুত্র বর্তমান ডেপুটি স্পিকারসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট থেকে চিংড়ি ব্যবসায়ে সফলতার একাধিক পুরস্কারপ্রাপ্ত লাইসেন্সধারী চিংড়ি চাষী আব্দুস ছাত্তার মোড়ল প্রায় ৬ শত বিঘা জমির একটি মৎস্য ঘের করে আসছেন।
২০১৫ সালে সরকার ওই ঘেরের মধ্যে সাবেক ৪৫৫ ও ৪৫৬ দাগে ৪.৫২ একর সম্পত্তি আইনের ফাক ফোকড় দিয়ে ০১ নং খাস খতিয়ানভুক্ত করা হয়। কিন্তু উল্লেখিত সম্পত্তি মালিক পক্ষের কাগজপত্রদি প্রদর্শনপূর্বক ব্যক্তি মালিকানায় বর্তমান আরএস রেকর্ড হয়েছে বলে জানা গেছে। এ দিকে সাবেক দাগ হিসেবে ওই সম্পত্তি খাস খতিয়ান হতে অবমুক্তির লক্ষে মূল মালিকগণ কর্তৃক মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে বাংলা ১৪২৬ সনের বকেয়া রাজস্ব গ্রহণ না করে উল্লেখিত কর্মকর্তাগণ মোটা অংকের উৎকোচের বিনিময়ে দখল বিহীন ৯জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫০ শতক করে মোট ৪.৫২ একর জমি শুধুমাত্র বাংলা ১৪২৭ সনের রাজস্ব নিয়ে ইজারা প্রদানের অভিযোগ রয়েছে। চিংড়ি নীতিমালা অনুযায়ী দখলবিহীন ইজারা প্রদান করায় গত ১৫ জুন’২০ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাতক্ষীরা আদালতে ডিসিআর’র বিরুদ্ধে জমির প্রকৃত দখলদার আব্দুস ছাত্তার মোড়ল মিস আপীল ৪৬/২০ নং পিটিশন মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে বিচারক গত ২৯ ডিসেম্বর’২০ তারিখে আফসার আলীসহ ৯জন ডিসিআরধারী ব্যক্তির বেদখল প্রমানীত হয় বলে রায় প্রদান করেন। ফলে আফসার আলী গংদের রাজস্ব জমা দেয়ার বিষয়টি বিবেচনা করে মানবিক কারণে ক্ষতি পুশিয়ে নিতে বাংলা ১৪২৭ সনের প্রকৃত দখলীয় ঘের মালিক আব্দুস সাত্তার মোড়লকে হারী প্রদানের নির্দেশ প্রদান করেন।
এদিকে, ভিপি সহকারি মোস্তাফিজুর রহমান পার্শ্ব চাপে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে দিয়ে বাংলা ১৪২৮ সনের জন্য প্রকৃত দখলদারের পক্ষে প্রতিবেদন না দিয়ে অধিক উৎকোচের বিনিময়ে দখল বিহীন ব্যক্তিদের নামে একসনা ইজারা প্রদানে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করতে বাধ্য করেছেন বলে প্রচার রয়েছে। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) আশাশুনির নিকট পূন:তদন্ত চেয়ে নতুন করে একটি আবেদনও করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এছাড়া গত বাংলা ১৪২৭ সনের জন্য ঘের মালিক আব্দুস সাত্তার মোড়ল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর একসনা ইজারার আবেদন করলে গত ২৭ সেপ্টম্বর’২০ তারিখে ১১৩৩ নং স্মারকে সহকারি কমিশনার (ভূমি) আশাশুনিকে চিংড়ি নীতিমালা অনুযায়ী প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। কিন্তু ভিপি সহকারি মোস্তাফিজুর রহমান সার্ভেয়ার অমল কান্তি ঘোষের যোগসাজসে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদেশটিকে ফাইলবন্দি করে উর্দ্ধতন কমকর্তার পত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিবেদন না দিয়ে দখল বিহীন আফসার আলী গংদের একসনা ইজারা প্রদান করেন। এ ব্যাপারে আব্দুস সাত্তার মোড়ল জানান, ভিপি সহকারি মোস্তাফিজুর রহমান ও সার্ভেয়ার অমল কান্তি ঘোষের দৈ¦ত নীতির কারণে আমি ব্যাপক ক্ষতির সন্মুখিন হচ্ছি। আমি সঠিক তদন্তপূর্বক উল্লেখিত ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার সবই গোচরীভূত রয়েছে। অতিসত্তর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post আশাশুনি ভিপি সহকারি মোস্তাফিজের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3x0oTQh
No comments:
Post a Comment