খুলনায় করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের প্রাণহানি হয়েছে।
আজ রোববার সকাল ৮ টা পর্যন্ত সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়।
খুলনা খুলনার ১৩০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালের রেড জোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে রেড জোনে ৯৬ জন, আইসিইউতে রয়েছেন ১৯ জন, এইচডিইউতে ২০ এবং ইয়ালো জোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
গাজী মেডিকেলের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, খুলনার নেভিগেট এলাকার সামসুল আলম (৬৩), সাতক্ষীরার পলাশপুর এলাকার আব্দুস সামাদ (৭৫) ও নড়াইলের নরাগাতি এলাকার ঝর্ণা বেগম (৪৬)। এ হাসপাতালে ৮৮জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে আইসিইউতে ৬জন ও এইচডিইউতে ৫ জন। এছাড়া হাসপাতালের পিসিআর মেশিনে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, বাগেরহাটের কাশিমপুর এলাকার আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালিগঞ্জের ওলি উল্লাহ (৬৭)। এখানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৬৮জন রোগী।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার (২৬ জুন) রাতে খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৯৩ জন, যশোরে ৮ জন, সাতক্ষীরায় ৩ জন, নড়াইলের ১ জন, পিরোজপুরের ১ জন ও ঝিনাইদহের ১ জন রয়েছেন।
The post খুলনায় করোনায় মৃত্যু মিছিলে আরো ১৭ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jf3wH6
No comments:
Post a Comment