মঙ্গলবার সকাল ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহায় কমিউনিটি ক্লিনিক গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাকের উদ্যোগে, কেভিট-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ প্রকল্পের অধিনে, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আয়োজনে ব্যাংদহা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ কমিটির সদস্যদের অংশ গ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেখ মোনায়েম হোসেন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো: আবু ছালেক, ডা: অসিম কুমার, উজ্জল সরদার, শেখ আজমির হোসেন বাবু, সিএইচসিপি আরেফিন শরাফী, ব্রাকের কমিউনিটি মোবিলাইজার রবীন দাশ, হটস্পট মোবিলাইজার উত্তম সরকার, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি আলতাপ হোসেন, স্বাস্থ্য সহকারি বনশ্রী দাশ, সাবেক সিএইচসিবি, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইন্দ্রজিৎ দাশ, দেবাশিষ সরদার, অজয় কুমার, মিল্টন ঢালী, ইসমাঈল হোসেন, এফডব্লিউএ রিমা পারভিন ও মনিরুল ইসলাম।
সভায় সকল জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।
করোনা ভাইরাসের সময়ে বাইরে গেলে অবশ্যই সঠিক নিয়মে মাস্ক পরতে হবে এবং কিছুক্ষণ পর পর পানি ও সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এ ছাড়া মাস্ক সংক্রান্ত তথ্য এবং টিকা সংক্রান্ত তথ্য নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post ফিংড়ীর ব্যাংদহায় কমিউনিটি ক্লিনিক গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3qxPbag
No comments:
Post a Comment