Monday, June 28, 2021

ঘরের দাবিতে জেলা ভূমিহীন সমিতির আলোচনা সভা https://ift.tt/eA8V8J

ঘরের দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) বিকাল ৫টায় আগরদাঁড়ি ইউনিয়নের বকচারা মধ্যপাড়া মোড়ে এ আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। আগরদাঁড়ি ইউনিয়নের ভূমিহীন নেতা আমের আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, ভূমিহীন নেতা শামসুর রহমান, সরোয়ার হোসেন, আজিম, মোতালেব, জাহাঙ্গীর হোসেন, নবীল আলী, মহিবুর রহমান, রাশিদুল ইসলাম, ইসমাইল হোসেন, আব্দুল আলিম, সিরাজ গাজী, নরশেদ, সেলিম, নজিবুল্লাহ, ডালিম, রমজান আলী, জাহিদ হোসেন, আজগর আলী, সিদ্দিক আলী, শওকত হোসেন, শফি, আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, জেলায় হাজার হাজার ভূমিহীন পরিবার রয়েছে। ওই ভূমিহীন পরিবারের সদস্যরা সরকারি খাস জমিতে বছরের পর বছর বসবাস করলেও মুজিব জন্মশতবর্ষে সরকার গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেন সেই উদ্যোগে সাতক্ষীরার কয়েক শত ভূমিহীন পরিবার ২ শতক জমি ও ঘর পেয়েছে। এর বাইরেও হাজার হাজার ভূমিহীন পরিবার রয়েছে। যারা একটি ঘর নেওয়ার জন্য মাসের পর মাস কথিত ভূমিহীন নেতা, মেম্বর ও চেয়ারম্যানদের দ্বারস্থ হচ্ছেন। এমনকি তাদের চাহিদা মতো টাকাও দিচ্ছেন। তবে তারা ঘর পাচ্ছেন না। তাই প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত ঘর প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

The post ঘরের দাবিতে জেলা ভূমিহীন সমিতির আলোচনা সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3x87uW4

No comments:

Post a Comment