নিজস্ব প্রতিনিধি: কলারোয়া পৌরসভার উদ্যোগে করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের তালিকাভূক্ত ৮০০ ব্যক্তিকে জনপ্রতি ৫০০ টাকা করে প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।
এসময় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, জিএম শফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, হিসাব রক্ষক ইমরুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
The post কলারোয়ায় করোনাকালে কর্মহীন ৮০০ ব্যক্তিকে অনুদান প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3w4N3bo
No comments:
Post a Comment