রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী উত্তরপাড়া গ্রামে শুক্রবার জুম্মা নামাযের পরে মুসল্লীবৃন্দ মসজিদের ঈদগাহ মাঠে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধনে মুসল্লীরা বলেন, ভেটখালী গ্রামের মৃত আবু নুর আলমের পুত্র মো: সাহাবুদ্দীন গাজী বহু বছর পূর্ব থেকে মাদার নদীর কেয়ারের রাস্তা কেটে পাইপ বসিয়ে ঘের করে আসছে। প্রতি বছর উত্তোলিত নোনা পানি দ্বারা কালিঞ্চী উত্তরপাড়া জামে মসজিদ, মসজিদের মাঠ, কবরস্থানসহ শতশত ধান্য ফসলের জমি পানিতে তলিয়ে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসী মো: সাহাবুদ্দীন গাজীকে বারবার অবগতসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও কোন প্রকার সুরাহা হয়নি। ঘূর্ণিঝড় ইয়াস, ভারি বর্ষণ ও নদীর ভারি জোয়ারের কারণে মসজিদের মাঠ, কবরস্থান, শতশত একর ধান্য ফসলের জমি, খাবার পানির পুকুরসহ গাছগাছালি নোনা পানিতে তলিয়ে আছে। তারা আরও বলেন, যদি দ্রুত পানি নিষ্কাশন না করা হয় তাহলে কেউ মৃত্যুবরণ করলে মাটি দেওয়ার জায়গা পাওয়া যাবে না। মুসল্লীবৃন্দ মানববন্ধন থেকে দ্রুত অবৈধ নোনা পানি উত্তোলনের পথ বন্ধ এবং পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এবিষয়ে সাহাবুদ্দীন গাজী বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। আমার পাইপ দিয়ে কোন সময় এলাকা প্লাবিত হয় না। মসজিদের মাঠ ও করবস্থান বৃষ্টির পানিতে তলিয়ে আছে। তাছাড়া নোনা পানি উত্তোলনের জন্য আমার পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে লিখিত অনুমতি আছে। পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা বলেন, নোনা পানি উত্তোলনের জন্য কোন অনুমতি আছে কিনা জানি না। যদি থাকে তাহলে বহু বছর পূর্বে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট থেকে নেওয়া। বিষয়টি আমি নজরে নিয়েছি। দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সমন্বয়ে নোনা পানি উত্তোলনের পাইপটি বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশার (ভূমি) মো: শহিদুল্লাহ বলেন, বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post শ্যামনগরের নোনা পানি তুলে মসজিদ, ঈদগাহ, করবস্থান ও ফসলি জমি ক্ষতি করায় মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jAXcK2
No comments:
Post a Comment