এসএম বাচ্চু, তালা: সাহাবুদ্দীন নামক একজন ব্যবসীর ব্যক্তিগত বিকাশ একাউন্টে পঁচিশ হাজার টাকা আসে। পরবর্তীতে সেই টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছেন তিনি।
প্রকাশ, গত (২৬ জুন) তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের শামসুর রহমানের পুত্র সাহাবুদ্দিন গাজী (৪০) নামক একজন ব্যবসায়ীর ব্যক্তিগত বিকাশ একাউন্টে পঁচিশ হাজার টাকা আসে। কিছুক্ষণ পরেই সাহাবুদ্দিন গাজীর মোবাইলে ফোন করে তিনজন ব্যক্তি ওই টাকা দাবি করেন।
সাহাবুদ্দিন গাজী বলেন, আমি প্রকৃত মালিকের কাছে টাকা ফেরত দিতে চাই। সঠিক তথ্য যাচাই-বাছাই করে টাকার প্রকৃত মালিকের কাছে বৃহস্পতিবার (১জুলাই) টাকা ফেরত দেন।
সুত্রে জানা যায়, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুলা মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বিকাশে লেনদেন করার সময় ভুলক্রমে টাকাটা সাহাবুদ্দিন গাজীর ব্যক্তিগত বিকাশ একাউন্টে চলে যায়। পরে ওই মহিলা শাহাবুদ্দীন গাজীকে ফোন দিয় এবং তিনি সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে যাচাই বাছাই পূর্বক মহিলার টাকাটা ফেরত দেন।
এই বিষয়ে মুঠোফোনে আনোয়ারা বেগমের সাথে কথা বললে তিনি জানান, টাকা লেনদেনের সময় ভুলবশত টাকাটি শাহাবুদ্দীন গাজীর বিকাশে চলে যায়। আমি শাহাবুদ্দিন গাজীর কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে পুনরায় বিকাশ যোগে আমার সম্পূর্ণ টাকা ফেরত দেন। আমি টাকা ফেরৎ পেয়েছি। তার সততায় আমি ও আমার পরিবার অনেক খুশি হয়েছি।
The post ভুল করে বিকাশে আসা ২৫ হাজার টাকা ফেরত দিলেন ব্যবসায়ী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hb4Ity
No comments:
Post a Comment