Monday, July 5, 2021

করোনাভাইরাস পরিস্থিতি: ১৭ জেলায় ১২০ জনের মৃত্যু https://ift.tt/eA8V8J

বৈশ্বিক মহামারি করোনায় দেশে শনাক্তে বা মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশে করোনায় এখন পর্যন্ত ১৫ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর লকডাউনের পঞ্চম দিন আজ। করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ১৭ জেলায় ১২০ জনের মৃত্যু হয়েছে।  ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মারা গেছে ১৮ জন। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনায়, ১২ জন করোনা উপসর্গ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

খুলনা মেডিকেলসহ চারটি হাসপাতালে করোনায় ১৭ জন মারা গেছে। এর মধ্যে ১০ জন আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।

অন্যদিকে, কুষ্টিয়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় শনাক্তের হার ৩০ দশমিক তিন শূণ্য শতাংশ। ময়মনসিংহে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছে।

এছাড়া, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চট্টগ্রাম (৫ জন), ফরিদপুর (করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন ), সাতক্ষীরা (উপসর্গ নিয়ে ৮), চুয়াডাঙ্গা (৮জন), টাঙ্গাইল ((আক্রান্ত ৫, উপসর্গ নিয়ে ২)) ও শেরপুরে ((১)) করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৪১জন।

The post করোনাভাইরাস পরিস্থিতি: ১৭ জেলায় ১২০ জনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3e29GXR

No comments:

Post a Comment