খুলনা প্রতিনিধি:
খুলনায় সংক্রমণ বা মৃত্যু কোনোটাই কমছে না। খুলনার পৃথক চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন এবং আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১২ জন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় দশজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিল। বাকি পাঁচ জনের করোনা উপসর্গ ছিল।’
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন। যার মধ্যে রেড জোনে ১১৭ জন, ইয়েলো জোনে ৩০, আইসিইউতে ২০ ও এইচডিসিতে ২০ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭০ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৩ জন। এছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১২ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৯ জন।
খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৪১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন।
The post খুলনার চার হাসপাতালে করোনায় মৃত্যু ১৭ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wcwPgp
No comments:
Post a Comment